এএসএম আইয়ুব’র মৃত্যুতে প্রেসক্লাব ও বিইউজে নেতৃবৃন্দের শোক প্রকাশ

বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রবীণ শিক্ষাবিদ, অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক এএসএম আইয়ুব আর নেই। তিনি ১৭ জুলাই ২০২৩ সোমবার ভোর ৫টায় তাঁর নিজ বাড়ী বগুড়া সদরের গোকুল ইউনিয়নের গোকুল দক্ষিণপাড়ায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাহ ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ স্ত্রী ও ৫ কন্যা সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি অস্থ্য জনিত কারণে ঢাকা এবং বগুড়াতে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে বগুড়ায় আসেন। রবিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তাঁকে ভর্তি করা হয়নি। একই দিন ভোর রাতে এ পৃথিবীর মায়া ত্যাগ করে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁকে একনজর দেখার জন্য তাঁর সহকর্মী শিক্ষক, সাংবাদিক, ছাত্রছাত্রীসহ আত্মীয় স্বজন ভীড় জমায়। এসময় অনেকের চোখ থেকে ঝরে পড়ে ভালবাসার অশ্রু।
কর্মজীবনে তিনি জাতীয় দৈনিক “বাংলার বানী” ও স্থানীয় দৈনিক উত্তরবার্তা, দৈনিক করতোয়া, দৈনিক উত্তরাঞ্চল পত্রিকাসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক ও সাপ্তাহিকে কাজ করতেন। পরবর্তীতে চাকুরী সরকারীকরণ হলে সাংবাদিকতা পেশার পাশাপাশি শিক্ষকতা পেশায় মনোনিবেশ করেন। তবে তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ছিলেন।
সরকারী শাহসুলতান কলেজে অধ্যাপনাকালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়েছেন শিক্ষার্থীদের মাঝে। প্রগতিমনা ছাত্রছাত্রীদের নানাভাবে সহযোগিতা করতেন। মুক্তিযুদ্ধের সময় তিনি গোকুল ইউনিয়নে মুজিব বাহিনী গড়ে তোলেন এবং তিনি ছিলেন মজিব বাহিনী গোকুল ইউনিয়ন কমান্ডার। কিন্তু সে কখন নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেননি।
প্রবীণ এই শিক্ষাবিদ মরহুম সাংবাদিক এএসএম আইয়ুব’র নামাজে জানাজা নামাজ গোকুল দক্ষিণপাড়া জামে মসজিদের পাশে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে বগুড়া ৬ (সদর) আসনের সংসদ সদস্য বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসকাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, পুন্ড্র ইউনির্ভাসিটির ট্রেজারার রুনা মানি এক্সচেঞ্জের সত্বাধিকারী জাহেদুর রহমান জাদু, গোকুল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাবেক চেয়ারম্যান সবুজ সরকার, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ স্থানী গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রবীণ এই সাংবাদিক এর মৃত্যুতে বগুড়া প্রেসকাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, এসএম কাওসার ও মাসুদুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাজেদুর রহমান সিজু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ ঠান্ডা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক লতিফুল করিম, পাঠাগার সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য আরিফ রেহমান, জেএম রউফ, ফরহাদুজ্জামান শাহী, আব্দুল মোত্তালিব মানিক, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, চপল সাহা, তানসেন আলম, নাজমূল হুদা নাসিম ও আব্দুর রহিম শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
অপর এক বিবৃতিতে প্রবীণ এই শিক্ষাবিদ সাংবাদিক এএসএম আইয়ুব’র মৃত্যুতে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) এর সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জেএম রউফসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।