সৈয়দপুরে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা এলাকার শেরে বাংলাসহ সকল সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা এবং সকল ধরণের উন্নয়ন কাজে পৌর পরিষদের চরম ব্যর্থতা ও লুটপাটের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গত রোববার রাতে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি সৈয়দপুর উপজেলা শাখা স্থানীয় প্রেস ক্লাবের সামনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সৈয়দপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, ওবায়দুর রহমান, তোফাজ্জল হোসেন ও তনুজ প্রমুখ।
বক্তারা বলেন, নীলফামারীর জেলার একটি প্রথম শ্রেণির পৌরসভা সৈয়দপুর। অথচ দীর্ঘদিন ধরে এ শহরের প্রধান প্রধান সড়কসহ পাড়া মহল্লার সব রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। বর্তমানে শহরের বেশিভাগই সড়কগুলো চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে। বিশেষ করে তামান্না সিনেমা হলের সামনে থেকে ওয়াপদা মোড় পর্যন্ত তিন কিলোমিটার শেরেবাংলা সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। খানাখন্দের কারণে প্রায় ঘটছে ছোটখাট দূর্ঘটনা। অথচ অল্প কিছুদিন আগেই ২৭ লাখ টাকা টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়েছে। মূলত: সংস্কারের নামে নিম্নমানের কাজ করে পুরো টাকায় লুটপাট করা হয়েছে।
এদিকে, আবার চলতি বর্ষায় ওই রাস্তার ছোট বড় গর্তগুলো ঢাকতে ইটভাটার মাটিযুক্ত রাবিশ ফেলে পাকা রাস্তাটি কাঁচা রাস্তায় পরিণত করা হয়েছে। এতে শহরবাসী ভোগান্তি আরও বেড়েছে। বক্তারা আরও বলেন, এই পরিষদের দায়িত্ব নেয়ার পর গত প্রায় তিন বছরে দৃশ্যমান কোন উন্নয়নমূলক কাজই হয়নি। হয়নি ড্রেনেজ ব্যবস্থারও কোন রকম উন্নয়ন।
জলাবদ্ধতা যেন পৌরবাসীদের কাছে নিত্য ভোগান্তিতে পরিণত হয়েছে। প্রতিবছর পৌরসভার ঘোষিত বাজেটে এসব কাজে কোটি কোটি টাকা বরাদ্দ রাখা হলেও কাজের কাজ কিছুই হয়না। নিজেকে প্রধানমন্ত্রীর আশির্বাদপুষ্ট দাবি করে বর্তমান পৌর মেয়র বেপরোয়া আচরণ করছেন। উন্নয়নমূলক কাজ না করে বরাদ্দের অর্থ লুটেপুটে খাচ্ছে। পৌর প্রতিদিনের টোলসহ অন্যান্য খাতের আয় ভাগাভাগি করে মেয়র কাউন্সিলররা নিজেদের পকেটে ভারী করছেন। শহরের রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ পৌরবাসীর সেবাসমূহ নিশ্চিত করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রতিবাদ সভার বক্তারা।