সৈয়দপুর পৌরসভা ডেঙ্গু নিয়ন্ত্রণে নানা সতর্কতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নানা সতর্কতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। পৌরসভার মেয়রের নির্দেশনায় পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে মশক নিধন কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচিতে শহরের মশা প্রজনন স্থানগুলো সনাক্ত করে ফগার ও স্প্রে মেশিন দিয়ে ওষুধ ছিঁটানোর কাজ চলছে। সেই সঙ্গে পৌরবাসীকে সচেতন করতে শহরজুড়ে ব্যাপক মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
সৈয়দপুর পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতা পরিদর্শক মমিনুল ইসলাম জানান, ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এডিস মশার প্রজনন জায়গাগুলো সব ড্রেন, জলাধার, ঘনবসতি এলাকাগুলোতে ওষুধ ছিঁটানো হচ্ছে। এছাড়া শহরের বিভিন্ন সরকারি স্টাফ কোয়ার্টার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ঝোপঝাঁড় ও জঙ্গল কেটে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আর এসব কাজে সার্বক্ষণিক ৩৮জন কর্মচারী নিয়োজিত রয়েছে।
প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান জানান, পৌরসভার একটি মানুষও যেন ডেঙ্গুতে আক্রান্ত না হয় সে লক্ষ্যে এডিস মশার ঝুঁকিপূর্ণ আবাসগুলোতে ওষুধ ছিঁটানোর কর্মসূচি জোরেশোরে চলছে। এটি তদারকি করতে পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলর, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি ডেঙ্গুর রোগের প্রাদুর্ভাব মোকাবেলা শহরের প্রতিটি বাসা বাড়ি ও তার আশেপাশ এলাকা, ফুলের টব, পরিত্যক্ত বাসন, টায়ার, ছোট গর্ত পানি জমে থাকে এমন এডিস মশার প্রজনন স্থানগুলো পরিষ্কার রাখতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান। আর ডেঙ্গর ঝুঁকির মাত্রা কমিয়ে না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে, গত এক সপ্তাহ ধরে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগী রবিউল ইসলাম। তিনি ঢাকা শহরের উত্তরায় ৭ নম্বর সেক্টরের একটি কোম্পানিতে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে। এছাড়াও সৈয়দপুরের এ হাসপাতালে গত এক মাসে ৪জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে। সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ডা. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।