বিএনপি সৈয়দপুর সাংগঠনিক জেলার পদযাত্রা কর্মসূচি পালিত

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। সারাদেশে বিএনপির কেন্দ্রীয় অংশ কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মসূচি করা হয়।
মঙ্গলবার (১৮ জুলাই) বেলা তিনটায় ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। পদযাত্রায় বিএনপি সৈয়দপুর সাংগঠনিক জেলা, উপজেলা ও পৌর শাখার এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রাটি শহরের বঙ্গবন্ধু সড়ক, শেরেবাংলা সড়ক, শহীদ ডা. জিকরুল হক সড়ক প্রক্ষিণ করে। পরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের দলীয় কার্যালয়ে এসে শেষ হয় পদযাত্রাটি। পদযাত্রা অংশ নেয়া বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বর্তমান আওয়ামী লীগ সরকার বিরোধী ও সরকারের পদত্যাগের এক দফা দাবি সম্বলিত বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড বহন করে। এ সময় বিএনপি সৈয়দপুর পৌর শাখার বেশ কয়েকজন নেতাকর্মী শরীরে দাফনের কাপড় জড়িয়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন।
পদযাত্রা কর্মসূচি কর্মসূচি শেষে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম।
বিএনপি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন আকতারের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থানীয় শাখার অন্যতম নেতা অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, প্রভাষক শওকত হায়াত শাহ্, শফিকুল ইসলাম জনি, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন, উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম লোকমান, পৌর শাখার সাধারণ সম্পাদক শেখ বাবলু, যুগ্ম- সাধারণ সম্পাদক ওসমান গণীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাবৃন্দ বক্তব্য দেন।
এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে যে কোন রকম সহিংসতা প্রতিরোধে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সেই সঙ্গে সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সৈয়দপুর থানা পুলিশ সদস্যরা কঠোর সর্তকতা অবলম্বন করে।