পার্বতীপুরের ব্যস্ততম হলদীবাড়ী রেলওয়ে লেভেল ক্রসিং গেট ঝুঁকিপূর্ণ, দূর্ঘটনার আশংকা

দিনাজপুরের রেলওয়ে জংশন খ্যাত পার্বতীপুরের ব্যস্ততম হলদীবাড়ী রেলওয়ে লেভেল ক্রসিং গেট ঝুঁকিপূর্ণ হওয়ায়,যে কোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করা হচ্ছে। ইতোমধ্যে ছোট খাট ঘটনা ঘটলেও বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে। ত্রুটিপূর্ণ ব্যবস্হাপনার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা গেছে,রেলওয়ে ইন্জিনিয়ারিং বিভাগের নিয়ন্ত্রণাধীন পার্বতীপুর রেলওয়ে জংশনের অদুরে হলদীবাড়ী এলাকায় অবস্থিত রেলওয়ে লেভেল ক্রসিং গেটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মূলত ত্রুটিপূর্ণ ব্যবস্হাপনার কারনেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। পার্বতীপুর-সান্তাহার রেলপথের ব্যস্ততম এই লেভেল ক্রসিং গেটটির উপর দিয়ে এশিয়ান হাইওয়ে ধরে চলাচলকারী যানবাহনের চাপে এমনিতেই যানজটের সৃষ্টি হয়ে থাকে। তারপর এই রেলপথ ধরে বেশ কয়েকটি যাত্রীবাহী আন্তঃনগর,মেইল ও মালবাহী ট্রেন চলাচল করে। ফলে এখানে সর্বক্ষনিক ব্যস্ততা লেগেই থাকে। দিনের চেয়ে রাতেই যানবাহনের চাপ বেশী বেড়ে যায়। ট্রেন চলাচলের সময় গেট বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। এগুলো সামাল দিতে এখানকার কর্মচারীদের হিমসিম খেতে হয়। এখানে কর্মরত ৩ জন কর্মচারী অথাৎ রেলওয়ে গেট ম্যান গেট উঠানো নামানোর দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাঁরাই এ কাজটি করে থাকে। কিন্তু মূল সমস্যা হচ্ছে ট্রেন আসা ও যাওয়ার সময় তাঁদের কাছে কোন সংকেত পাঠানো হয় না। তাঁদেরকে কোন পদ্ধতিতেই জানানো হয় না যে কোন ট্রেন কখন কোনদিকে যাচ্ছে। তাঁরা নিজেরাই ট্রেনের আসা যাওয়া দেখে গেট বন্ধ করে এবং খোলে। তাঁদের সাথে কথা বলে জানা যায়, ট্রেনের যাতায়াতের সময় মনে রেখে তাঁরা চাতক পাখির মতো রেলপথের দিকে তাকিয়ে থাকে এবং ট্রেনের দেখা কিংবা আওয়াজ পেলে তড়িঘড়ি করে গেট বন্ধ করে। তাঁদের কাছে কোন ইনফরমেশন পাঠানো হয় না। ফলে অনেক সময় গেট বন্ধ করতে না করতেই ট্রেন চলে আসে। এটা বেশ ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় যে কোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। এছাড়াও কর্মরত কর্মচারীদের অসর্কতার কারনেও এ ধরনের ঘটনা ঘটতে পারে।
এই রেল গেটের বদৌলতে এখানে গড়ে উঠেছে একটি মার্কেট। সেই সুবাদে রেল গেটের দু'পাশে গড়ে উঠেছে দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান। ফলে এখানে সর্বক্ষনিক জনচলাচল রয়েছে। এছাড়াও গেটের দু'পাশের রাস্তায় যানবাহন দাঁড় করিয়ে রাখার কারনে যানজটের সৃষ্টি হচ্ছে। এগুলোও দূর্ঘটনার কারন হতে পারে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুরে কর্মরত রেলওয়ের উর্ধতন উপ সহকারী প্রকৌশলী (পথ) মোঃ আলামিন বলেন,জনবল সংকট সহ বিভিন্ন সমস্যা রয়েছে এবং এগুলো নিরসনে আমরা সচেষ্ট রয়েছি।