রোটারী ক্লাব অব সৈয়দপুরের নতুন প্রেসিডেন্ট ও সেক্রেটারী নির্বাচিত
রোটারী ক্লাব অব সৈয়দপুর এর নতুন প্রেসিডেন্ট ও সেক্রেটারী নির্বাচিত হয়েছে। চলতি ২০২৩-২০২৪ রোটারী বর্ষ এর জন্য প্রেসিডেন্ট ও সেক্রেটারী নির্বাচিত হয়েছেন যথাক্রমে আলহাজ্ব মো: সালাউদ্দিন ও রোটারিয়ান শাহ্ আহসান হাবিব। নবনির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রেটারী গত শুক্রবার তাদের দায়িত্বভার গ্রহন করেছেন। বিগত ২০২২-২০২৩ রোটারী বর্ষের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ও সেক্রেটারীর কাছ থেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রেটারী তাদের দায়িত্বভার গ্রহন করেন।
উল্লেখ্য, বিগত ২০০০ সাল থেকে রোটারী ক্লাব অব সৈয়দপুর উত্তর জনপদের সৈয়দপুরসহ আশেপাশের অবহেলিত মানুষের কল্যাণে বিভিন্ন রকম সেবামূলক কার্যক্রম করে আসছে। এ সবের মধ্যে রয়েছে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান, প্রাকৃতিক দুর্যোগ ও কোভিড-১৯ সময়কালীণ অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী ও পোলিওমুক্ত করতে সরকারকে সহায়তা প্রদান। প্রকাশ থাকে যে, রোটারী ক্লাব ইন্টারন্যাশনালই একমাত্র প্রতিষ্ঠান, যে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি এককভাবে বিশ্বব্যাপী পোলিওমুক্ত করতে টিকা প্রদানে সহায়তা করে আসছে।