আদমদীঘি উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আনছার আলী মৃধার ৬ষ্ঠ মৃত্যুবাষিকী

মঙ্গলবার বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম লায়ন আনছার আলী মৃধার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী। তিনি গত ২০১৭ ইং সালের ২৫জুলাই সকলকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে যান। তিনি পরপারে চলে গেলেও রেখে গেছেন তার অগনিত ভক্ত অনুসারীদের। দলমত নির্বিশেষে তিনি ছিলেন একজন সৎ,মানবিক,কল্যানধর্মী মানুষ। আজও তিনি গণমানুষের মুনিকোঠায় ঠাই করে আছে। মরহুমের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় পারিবারিক ভাবে তার জন্মভুমি কায়েতপাড়া গ্রামের বাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনা করে আদমদীঘি উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সাধারণ সম্পাদক এ্যাড. কুদরত-ই-এলাহী কাজল সহ উপজেলা আ’লীগের নেতৃত্ববৃন্দ গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।