বগুড়ায় জিন্নাহ হত্যা মামলার আসামী ১২ ঘন্টায় গ্রেফতার

রবিবার ২৩ জুলাই সন্ধ্যার আগমুহূর্তে সদরের বড় কুমিরা দক্ষিণপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে বাকবিতন্ডার সময় মৃত আবুল খায়েরের ছেলে জিলহক ভিকটিম জিন্নাহ মিয়াকে (২৮) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় জিন্নাহকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সোমবার সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র্যাব আসামীদের আইনের আওতায় নিতে ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ফলশ্রুতিতে সোমবার ভোর সারে ৫ টায় র্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক দল বড় কুমিরা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ২নং আসামী মোছাঃ জোবেদা বেওয়া (৫৭), স্বামী-মৃত আবুল খায়ের, সাং বড় কুমিরা, থানা ও জেলা- বগুড়া‘কে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে। গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, ভিকটিমের পরিবারের সাথে পূর্ব হতে চলমান পারিবারিক রেষারেষির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। মারামারির একপর্যায়ে তার ছোট ছেলে জিলহক জিন্নাহকে রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত বাটাম দিয়ে পেটে আঘাত করে। আঘাতের ফলে জিন্নাহ পরবর্তীতে মারা যায়।