শাজাহানপুরে মৎস্য সপ্তাহে মতবিনিময়

বগুড়ার শাজাহানপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ প্রথম দিনে মতবিনিময় সভা করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য সম্পদের সুরা ও সমৃদ্ধি অর্জন সম্পর্কে মতবিনিময় সভা করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদা খানম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সহকারী কমিশনার ভূমি জনাব শানজিদা মুস্তারী,উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান,সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,প্রেসকাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সিপি বাংলাদেশ কোম্পানির লিমিটেড এর ম্যানেজার মির্জা ওহিদুল হক,উপজেলার মৎস্য চাষীগণ,হ্যাচারী মালিক, আড়তদার,বিল নার্সারীর সুফল ভোগীগণ, মৎস্যজীবী সমিতির সদস্যসহ মৎস্য সেক্টরের বিভিন্ন স্টেক হোল্ডারগণ অংশ নেন।
মতবিনিময় সভা শেষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।