শাজাহানপুরে জাতীয়করণ দাবিতে শিক্ষকদের বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান

বগুড়ার শাজাহানপুরে চাকরি জাতীয়করণ দাবিতে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান করেছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।
সোমবার দুপুরে (২৪ জুলাই) বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার আয়োজনে মিছিলটি ঢাকা-বগুড়া মহসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে গিয়ে শেষ হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা খানমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করে শিক্ষক নেতারা।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ,জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম,মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা দিলরবা লাকী,বড়পাথার উচ্চ বিদ জামাল হোসেন,নগর শাহ মোজাম্মেল উচ্চ প্রধান জাহাঙ্গীর আলম সহ উপজেলার বেসরকারি শিাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।