শিবগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপজেলা কমিটির আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক, মৎস্যজীবি, মৎস্য চাষী ও মৎস্য আরদ্দারদের নিয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর। অনুষ্ঠানে মতবিনিময় করেন মাহমুদুন্নবী স্বপন, শাহজাহান সিরাজ, খলিলুর রহমান, মৎস্য চাষী রবিউল ইসলাম, রাকিব মিয়া, আব্দুল মতিন, সাংবাদিক সোহেল আক্তার মিঠু, আব্দুল রউফ রুবেল।