আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

‘নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ জুলাই সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্বদেন নওগাঁ -৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকতেখারুল ইসলাম, ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আ'লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, পলী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর প্রমুখ উপস্থিত ছিলেন।