সৈয়দপুরে সাবেক কাউন্সিলর সামসুল হকের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার কমিশনার ও প্যানেল চেয়ারম্যান সামসুল হকের ২৫ তম মৃত্যুবার্ষিকী এবং সামসুল হক ফাউন্ডেশনের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শহরের বাঁশবাড়ীস্থ ফাউন্ডেশন ভবনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আখতার জাহান বেবী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জোবায়াদুর রহমান শাহীন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুবিনা শাকিল।
সৈয়দপুর প্লাজার পরিচালক আলহাজ্ব গুলজার আহমেদর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বাবু।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখার নেতা রুহুল আলম মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আফতাব আলম জুবায়ের, গোলাহাট কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইসলাম।
সভায় বক্তারা তাদের বক্তব্যে মরহুম সামসুল হকের জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে তাকে একজন নির্লোভ ও নিরাহংকার সর্বজন শ্রদ্ধেয় মানুষ হিসেবে আখ্যায়িত করেন। সেই সঙ্গে তিনি ছিলেন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দলমত নির্বিশেষে সকলের কাছেই একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আর এ সব কারণেই তিনি মৃত্যুর আগ পর্যন্ত নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন।
শেষে এক বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়। শহরের মাদ্রাসায়াকাদেরিয়া তেগীয়া আনোয়ারুল উলুম এর প্রধান মাওলানা হাফেজ মুহাম্মদ রিজওয়ান আল কাদেরী দোয়া পরিচালনা করেন।
এছাড়াও একই অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে অবাঙ্গালী (উর্দূভাষী) ক্যাম্পে বসবাসকারী তিন জন নব বিবাহিত কণের হাতে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ওই সেলাইমেশিনগুলো তুলে দেন।