সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহ - ২০২৩ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হলরুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ”শ্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান। সভায় স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছাঃ মোস্তারিনা আফরোজ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সানজিদা বেগম লাকী, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. শ্যামল কুমার রায়, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সফল মৎস্য চাষী বীরমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, মৎস্য চাষী খলিলুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার তিনজন সফল মৎস্য চাষীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এবারে মৎস্য সপ্তাহে পুরস্কারপ্রাপ্ত মৎস্যচাষীরা হচ্ছেন, কার্প জাতীয় মাছ চাষে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের সফল মৎস্যচাষী বীরমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, দেশীয় প্রজাতির ছোট মাছ চাষে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট দলপাড়ার শ্রী টিপু দাস ও সমাজভিত্তিক মাছ চাষে কামারপুকুর ইউনিয়নের চিকলী নিজবাড়ি আবাসনের সিবিজি দলের দলনেতা আবেদ আলী।
ঈরে সৈয়দপুর উপজেলা পরিষদ ক্যাম্পাসের পুকুর বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সড়ক, বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে। রালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী, মৎস্যজীবীরা অংশ নেন।