শাজাহানপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে বর্ণাঢ্য র্যালি শেষে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড বগুড়ার প্লান্ট ম্যানেজার জনাব সম্প্রাসং জেনরিউন, থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী,সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু,সরকারি কমরউদ্দিন কলেজ অধ্যক্ষ এ এইচ এম শফিকুত তারিক,শেরপুর খামার ব্যবস্থাপক সন্তোষ কুমার সরকার, মৎস্যচাষী ছানাউল হক,মেহেদী হাসান বাবু সহ উপজেলার মৎস্য চাষীগণ, হ্যাচারী মালিক, আড়তদার, বিল নার্সারীর সুফল ভোগীগণ,মৎস্যজীবী সমিতির সদস্যসহ মৎস্য সেক্টরের বিভিন্ন স্টেক হোল্ডারগণ উপস্থিত ছিলেন।
আলোচানা সভা শেষে উপজেলা মৎস্য দপ্তরে মাধ্যমে প্রামান্যচিত্র প্রদর্শন ও সফল মৎস্যচাষিদের পুরস্কার বিতরণ বিতরণ করেন।এর আগে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তর উপজেলা ব্যাপী ৭ দিন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।