আদমদীঘিতে উপকারভোগীর লাইভ ভেরিফিকেশন সভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপকারভোগীর লাইভ ভেরিফিকেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
অসহায় ও দরিদ্রদের বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, প্রসূতিভাতা, ভিজিডি, ভিজিএফ সহ বিভিন্ন প্রকার উপকারভোগীদের নিয়ে গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শিবপুর গ্রামের একটি চাতালে ইউপি সদস্য হারুনুর রশিদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বিষেশ অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব সোহেল রানা, ওয়ার্ড আ’লীগ সভাপতি সিরাজুল ইসলাম ডালু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।