ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের উদ্যোগে সৈয়দপুরে বৃক্ষরোপণ

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” শ্লোাগান নিয়ে নীলফামারীর সৈয়দপুরে পতিত জমিতে বৃক্ষরোপণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার (২৬ জুলাই) দুপুর ১২ টায় সৈয়দপুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের উত্তর আবাসনের পুলপাড়া এলাকায় প্রকল্পের শিখন কেন্দ্র মুক্তধারা ডাম ইউসিএলসি চত্বরে ফলদ ও কাঠজাতীয় গাছের চারা রোপন করে প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিখন কেন্দ্রের সভাপতি আনোয়ার হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন সৈয়দপুর ফিল্ড অফিসের টেকনিকাল অফিসার জয়নাল আবেদীন, সুপারভাইজার মিজানুর রহমান, ইউসিএলসি পরিচালনা কমিটির সদস্য ডা. সোহেল আদম, শিক্ষক জাহানারা সুমী, শবনম আক্তার, তাবাসসুম, মনিরা পিংকি ও শামা পারভীন উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের আওতায় সৈয়দপুর পৌর শহরে ২৫ টি শিখন কেন্দ্র রয়েছে। গত ১৫ জুলাই থেকে শহরের বস্তি এলাকার পতিত জমিতে বিভিন্ন প্রকার ফলদ ও কাঠ জাতীয় গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে আম, কাঁঠাল, জলপাই, ডালিম, পেয়ারা ও মেহগনি গাছের শতাধিক চারা রোপণ করা হয়। আগামী ৩১ জুলাই পর্যন্ত এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।