বাটালিহিলে ওয়াচটাওয়ার নির্মাণের পরিকল্পনা চসিকের

চট্টগ্রাম নগরীর সবচেয়ে উঁচু পাহাড় বাটালিহিলে ওয়াচটাওয়ার নির্মাণ বিষয়ে মতবিনিময়সভা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার বিকালে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত সভায় চট্টগ্রাম সিটি মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলী ও স্থপতিদের মতামত পর্যালোচনা করেন।
সভায় মেয়র বলেন, পাহাড়, নদী, সমুদ্রে ঘেরা প্রকৃতির লীলাভূমি চট্টগ্রামের নান্দনিকতাকে উপভোগ করতে চসিকের অর্থায়নে এই ওয়াচটাওয়ার নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। আমার পরিকল্পনা এই টাওয়ারকে নগরীর প্রধান পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা। সভায় প্রকল্পের উপর একটি প্রাথমিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রণয়নের প্রধান স্থপতি সোহাইল মো. শাকুর এবং ভিত্তি স্থপতিবৃন্দের ইশতিয়াক জহির তিতাস।
সভায় চসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, ঝুলন কুমার দাশ, মোহাম্মদ শাহীন উল ইসলাম চৌধুরী, নগর পরিকল্পনাবিদ আব্দুল্লাহ আল ওমর, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, আশিকুল ইসলাম, রিফাতুল করিম, সহকারী নগর পরিকল্পনাবিদ নুরুদ্দিন, বস্তি উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন আলী চৌধুরী।
প্র্রকল্প সংশ্লিষ্ট পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন সিডিএ’র ডিসিটিপি আবু ঈসা আনছারী, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহ-সভাপতি সুভাষ চন্দ্র বড়ুয়া, আইইবির সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ হারুন ও দেলোয়ার হোসেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, প্রণয়নের স্থপতি মোঃ রিদওয়ান তানভীর, সাইহাম চৌধুরী, সিলভার ব্রিক্সের স্থপতি আসাদুজ্জামান চৌধুরী এবং অনিকেত চৌধুরী।