নীলফামারীতে দৈনিক আজকের পত্রিকার দুই বছর পূর্তিতে র্যালি ও আলোচনা সভা

দৈনিক আজকের পত্রিকার দুই বছর পূর্তিতে নীলফামারীতে র্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে নীলফামারী প্রেসক্লাব কার্যালয়ে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় ক্রিকেটার মারুফা আকতার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি।
নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রূপমের সঞ্চালনায় আলোচনার সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকের পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরটিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, প্রথম আলোর জেলা প্রতিনিধি মীর মাহমুদুল হক আস্তাক, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিয়ার রহমান বাড্ডা, ডেইলি স্টার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান টিপু, দৈনিক করতোয়া পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নীলফামারী প্রেসক্লাব চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে একাত্তর টিভির জেলা প্রতিনিধি বিজয় কাজল চক্রবর্তী, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রিনি সরকার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি মাহমুদ আল হাসান রাফিন, বিটিভির নুর আলম, সমকালের জেলা প্রতিনিধি আমিরুল হক আরমান, বৈশাখী টেলিভিশনের ওয়ালি মাহমুদ সুমন, দৈনিক খোলা কাগজের নীলফামারী জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোষ্টের প্রতিনিধি শরিফুল ইসলাম, আলোকিত সকালের ইব্রাহীম সুজন, সময়ের কন্ঠস্বরের ফরহাদ হোসেন, আজকের পত্রিকার নীলফামারীর ডোমার উপজেলা প্রতিনিধি ইয়াসিন সিথুন,ডিমলা প্রতিনিধি সোহেল পারভেজ রুবেল, সৈয়দপুর প্রতিনিধি রেজা মাহমুদ, কিশোরগঞ্জ প্রতিনিধি সিএমএম তপন, সংবাদপত্র ব্যবসায়ী ডালিম চট্টোপাধ্যায় ও লিংকন প্রমুখ।