আদমদীঘিতে সেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ার আদমদীঘি উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার সান্তাহারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মাল্যদান প্রদান শেষে এক আলোচনা সভা উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ হোসেন চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান সজল,সাংগঠনিক সম্পাদক মোরশেদ হোসেন,উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা মাহামুদুল হাসান পান্না,শুভ,হান্নান,সান্তাহার পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি মুন্না,সম্পাদক আহসান হাবিব জয় প্রমূখ। পরে জাতির জনক শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।