বগুড়ায় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেতা পান্নাকে সংবর্ধনা

রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেত্রী সুলতানা রাজিয়া পান্না বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে বগুড়া জিলা স্কুল মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে আমরা রাজশাহী বিশ^বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. সাখাওয়াত হোসেন সফিক।
এ্যাডভোকেট মো. মন্তেজার রহমান মন্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক আব্দুল মজিদ পাশা, সংবর্ধিত অতিথি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, বিশেষ অতিথি বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ জোহুরা ওয়াহিদা রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক এর যুগ্ম পরিচালক আব্দুর রউফ, সরকারি শাহ সুলতান কলেজের সহকারী অধ্যাপক মাসুমা রহমান, শেরপুর জামিয়া ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক সুজাউদ্দৌলা, তাজমা গ্রুপের জেনারেল ম্যানেজার মোফাজ্জল হোসেন, বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুল বাশারসহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ সংবর্ধিত অতিথি সুলতানা রাজিয়া পান্নাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।