সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আশানুরূপ ফলাফল

এবারের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রথম বছরই আশানুরূপ ফলাফল বয়ে এনেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে এবারই প্রথমবারের মতো (২০২৩ সালের) এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৭৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে পাশ করেছেন ৭১ জন। পাশের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ২৬। আর প্রতিষ্ঠানটি থেকে জিপিএ - ৫ পেয়েছে ৩৭ জন।
নীলফামারীর সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী একেএম মোস্তাফিজুর রহমান ফলাফল প্রসঙ্গে তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এ প্রতিষ্ঠানটি কোলাহলমুক্ত একটি মনোরম পরিবেশে অবস্থিত। বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডে অধীনে প্রতিষ্ঠানটিতে অত্যাধুনিক অবকাঠামোসহ সকল সুযোগ সুবিধা সম্পন্ন রয়েছে। এবারই প্রথমবারের মতো এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে শিক্ষার্থীরা এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয়। তিনি এবারেএসএসসি ভোকেশনাল) পরীক্ষায় প্রতিষ্ঠানের অর্জিত ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে আগামীতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আরো ভাল ফলাফল বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।