সৈয়দপুরে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৯টি থেকে জিপিএ- ৫ পেয়েছে ৪৬৩ জন

এবারে (২০২৩ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৯টি থেকে সর্বমোট ৪৬৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৪৬ জন, মানবিক বিভাগে নয়জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে আট জন পরীক্ষার্থী রয়েছে।
এবারের উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সর্বশীর্ষে রয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর পরিচালিত অভিজাত এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে তিন বিভাগে ১২৯ জন পরীক্ষার্থী জিপিএ - ৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১২২ জন মানবিকে তিন জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে চার জন। আর ১২৩ জন পরীক্ষার্থী জিপিএ - ৫ পেয়ে উপজেলায় দ্বিতীয় অবস্থানে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ১২৩ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। জিপিএ-৫ অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানটির কেবলমাত্র বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন পরীক্ষার্থী। তিন বিভাগে ৩৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলা মধ্যে চতুর্থ স্থানে রয়েছে সৈয়দপুর আল-ফারুক একাডেমী। তন্মধ্যে রয়েছে বিজ্ঞানে ৩০জন, মানবিকে দুইজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে তিনজন পরীক্ষার্থী। আর দুই বিভাগে ২৪ জন জিপিএ - ৫ পেয়েছে পঞ্চম অবস্থানে রয়েছে সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। উপজেলায় মেয়েদের একমাত্র সরকারি এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানে ২১ জন এবং মানবিকে তিন জন জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে দুই বিভাগে ১৬ জন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের নয় জন, সৈয়দপুরআদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের তিনজন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের তিনজন, সৈয়দপুর শেরে বাংলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুইজন, সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দুইজন, চওড়া উচ্চ বিদ্যালয়ের দুইজন এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ, লক্ষণপুর স্কুল এন্ড কলেজ, ছমির উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় ও সৈয়দপুর বিদ্যূৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় থেকে একজন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।