বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় মারুফা আক্তার এসএসসি পরীক্ষায় পেলেন জিপিএ -৪.০৬

এবারের (২০২৩ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায়ও সন্তোষজনক ফলাফল অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় নীলফামারীর মারুফা আক্তার। তিনি পেয়েছে মানবিক বিভাগ থেকে জিপিএ -৪.০৬।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় বাঘিনী কন্যা খ্যাত মারুফা আক্তার সাভারস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েলি। গতকাল শুক্রবার এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় মানবিক বিভাগের শিক্ষার্থী মারুফা পেয়েছে চার দশমিক শুন্য ছয়।
বর্তমানে নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাস্টার পাড়ায় অবস্থান করছে মারুফা আক্তার। গতকাল শুক্রবার দুুপুরে তাঁর সঙ্গে কথা হয়, এ প্রতিনিধির। তিনি এসএসসি পরীক্ষার অর্জিত ফলাফলে মারুফা আক্তার খুশী। তিনি বলেন, সকলের দোয়ায় নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলাধুলায় অংশ নিয়েও আমি এ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। আপনার সবাই আমাকে প্রাণ খুলে দোয়া করবেন খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাও যেন নিয়মিতভাবে চালিয়ে যেতে পারি।
মারুফার এমন ফলাফলে তার বাবা মোহাম্মদ আইমুল্লাহ ও মা মর্জিনা বেগমও অনেক খুশী। তাঁর বাবা মোহাম্মদ আইমুল্লাহ্ বলেন, আমার ছোট মেয়েটি খেলাধুলা করেও এসএসসি পরীক্ষায় যে ফলাফল করেছে, তাতে আমরা অনেক খুশি। আপনারা সবাই আমার মেয়েটির জন্য দোয়া করবেন আগামীতে সে যেন পড়াশোনা ও খেলাধুলা দুটোকেই অনেক দূর এগিয়ে যেতে পারে।
উল্লেখ, মারুফা আক্তার বাংলাদেশ নারী ক্রিকেট দলের এক খেলোয়াড়। নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাষ্টারপাড়ার বাড়ি তাদের। দিনমজুর আইমুল্লাহ্ এবং গৃহিনী মর্জিনা বেগম দম্পতির মেয়ে সে। দুই ভাই, দুই বোনের মধ্যে মারুফা আক্তার সকলের ছোট। ছোট বেলা থেকেই সে ক্রিকেট খেলার প্রতি অধিক আগ্রহী। বড় ভাই আল-আমিনের সহযোগিতায় প্রতিবেশি ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে বাড়ির পাশে রেলওয়ে লাইনে ধারে ক্রিকেট খেলতো। পরবর্তীতে সৈয়দপুর শহরের মোহাম্মদ ইমরানের একাডেমিতে অনুশীলনে মাধ্যমে সে একজন ভাল নারী ক্রিকেট খেলোয়াড় হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটায়। তাকে নিয়ে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জনপ্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া খবর প্রকাশিত হয়। মারুফার ক্রিকেট খেলার বিষয়টি নজরে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় ২০২১ সালে মারুফা আক্তার বিকেএসপিতে ভর্তির সুযোগ পায়। অবশ্য তার আগে খুলনার নারী ক্রিকোঁর তৈরির কারিগর ইমতিয়াজ হোসেন পিলুর নজরে আসেন মারুফা। মারুফা নীলফামারীর মেয়ে হলেও মেয়েদের প্রিমিয়ার লীগে খেলার সুযোগ করে দেন তিনি। পরবর্তীতে অনুর্ধ্ব-১৯ দলে খেলার সুযোগ পান মারুফা।
অনুর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গায় করে নেয় মারুফা। সম্প্রতি শেষ হওয়া সিরিজেও তার বলের তান্ডব দেখেছেন ভারতীয়রা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে এই পেসার বড় ভূমিকা রাখেন। তাই তো মারুফা আক্তারের ব্যাপক প্রশংসা করেছেন ভারতীয় ব্যাটার স্মৃতি মান্দানাও।