আকবরিয়ায় মিষ্টি কিনে রজনীগন্ধা স্টিক পেয়ে খুশি অভিভাবকরা

প্রত্যেক বাবা-মা তার সন্তানকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সন্তানদের ভাল খবর পেলে আনন্দে আত্মহারা হয়ে উঠে। ভালো ফলাফলে অনেক বাবা-মা আবেগ ধরে রাখতে পারেন না। অনেকেই আবার পরম আদরে বুকে জড়িয়ে ধরেছেন সন্তানকে। দীর্ঘদিনের চেষ্টা আর কষ্টের পর ভালো ফলাফলে প্রায় সব অভিভাবকেরই একই অনুভূতি। অনুভুতি থেকে হাসিমুখে ছুটে যায় মিষ্টির দোকানে। দোকানে গিয়ে মিষ্টি কিনতে হাতে ধরে দেয় রজনীগন্ধার স্টিক। আনন্দ আরো বহুগুণে বেড়ে যায় বাবা-মার। এমন আয়োজন করেছে আকবরিয়া লিমিটেড। গর্বিত বাবা-মা যথাযথ সম্মান পেয়ে বেজায় খুশি। খুশি ভরা মন, বুক ভরা আশা নিয়ে মিষ্টি হাতে ছুটে বেড়ায় আত্মীয়স্বজন, শিক্ষক-শিক্ষিকা শিক্ষা প্রতিষ্ঠানসহ শুভাকাংখীদের বাড়ি।
এসএসসির ফলাফল প্রকাশের পর আকবরিয়ার মিষ্টির চাহিদা বেড়েছে। অভিভাবকরা এসে হরেক রকমের মিষ্টি ক্রয় করছে বিভিন্ন শাখা হতে।অভিভাবকরা ভিড় এড়িয়ে সহজে কেনাকাটা করতে পারছে। মানুষের বিশ্বস্ততা আছে বলেই আকবরিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এখনো ভোক্তাদের কাছে জনপ্রিয়।