বগুড়া ওয়াইএমসিএ স্কুল এন্ড কলেজ এস.এস.সিতে কৃতিত্বপূর্ণ ফলাফল

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ এস.এস.সিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। গত শুক্রবার প্রকাশিত এস.এস.সি ফলাফলে এ-প্লাস-৫০, এ-৫৬, এ মাইনাস ১০, বি-৯ ও সি-গ্রেডে ৪ জন কৃতকার্য হয়েছে। ১৩৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১২৯ জন পাস করেছে। ভাল ফলাফলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এ্যাড. বার্নাড তমাল মন্ডল ও অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী সন্তোষ প্রকাশ করেন।