শাজাহানপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুরে উদযাপিত হয়ে গেলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩।
সপ্তাহ ব্যাপী দিবসটি উদযাপন শেষে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০-জুলাই) বেলা ২টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হোসাইন মোহাম্মদ রাকিবুর রহমান,সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাহাবুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহজাহান রেজা,উপজেলা সমবায় অফিস কাজী ফাতেমা তুস যোহরা,সিপি বাংলাদেশ কোম্পানির লিমিটেড এর ম্যানেজার ( HR, Admin) মির্জা ওহিদুল হক সহ বিভিন্ন ফিড কোম্পানি প্রতিনিধি, মৎস্য সেক্টরের স্টেক হোল্ডারগণ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য দপ্তরে তথ্য মতে,মৎস্য সপ্তাহ বিভিন্ন কর্মসূচীতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা,ব্যানার ফেষ্টুন, র্যালী,উদ্বোধনী অনুষ্ঠান,আলোচনা সভা,প্রামান্য চিত্র,জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ,প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবিদের পরামর্শ প্রদান,মৎস্য হ্যাচারীতে আলোচনা সভা,সুফলভোগীদের প্রশিক্ষণ,মৎস্য চাষ উপকরণ বিতরণ ও সফল মৎস্য চাষীদের মাঝে সন্মাননা সার্টিফিকেট বিতরণ মাধ্যমে মূল্যায়ন সমাপনী অনুষ্ঠিত হয়।