শাজাহানপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াতের হত্যা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বগুড়ার শাজাহানপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে মাঝিড়া বন্দরে প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছানু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন বাবলু,নজরল ইসলাম মাস্টার,আলী আতোয়ার তালুকদার ফুজু,মাহফুজার রহমান বাবলু,মিনহাজ উদ্দিন,হান্নানুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা,ইমরান হোসেন,সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক,জুলকার নাইম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক লতিফুল বারী দুলু,বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক এএইচ কামাল জুয়েল,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম ফেরদৌস,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী দেওয়ান,ধর্ম বিষয়ক সম্পাদক এম এ সাত্তার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডাঃ জাকির হোসেন রাজু,সহ প্রচার সম্পাদক সৈয়দ মনির হোসেন ময়না সহ উপজেলা আওয়ামী লীগ সদস্যবৃন্দ,ইউনিয়ন আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান।