সৈয়দপুরে অবস্থানরত রাজশাহী বিশ্ববিদ্যলয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে অবস্থানরত রাজশাহী বিশ্ববিদ্যলয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৮ জুলাই) শহরের বিমানবন্দর সড়কের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে ওই পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সৈয়দপুরে অবস্থানরত রাজশাহী বিশ্ববিদ্যলয়ের শতাধিক প্রাক্তণ শিক্ষার্থী। বিকালে ৫টা থেকে শুরু হয়ে পূনর্মিলনী অনুষ্ঠান চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতেই একত্রিত হন সৈয়দপুরে অবস্থানরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা সবাই। পরিচিতি পর্ব শেষে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি রোমন্থন করেন প্রাক্তন শিক্ষার্থীরা। এরপর সঙ্গীতানুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পূনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ রাবিয়ান ক্লাব, সৈয়দপুর এর। অনুষ্ঠানে রাবিয়ান ক্লাব, সৈয়দপুর এর পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন নীলফামারী পুলিশ সুপার মো. গোলাম সবুর।
দুই বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট রাবিয়ান ক্লাব, সৈয়দপুর এর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ কাওসার (চপল) ও বিশিষ্ট ব্যবসায়ী মো. তারিকুল আলম তারিক। এ ছাড়াও অনুষ্ঠানের মাধ্যমে সৈয়দপুরের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল রায়হান ও সহকারী কমিশনার (ভুমি) আমিনুল ইসলামকে রাবিয়ান ক্লাব, সৈয়দপুর এর আজীবন সদস্য ঘোষণা করা হয়। সেই সঙ্গে সংগঠনের ছয়জন উপদেষ্টাকে সম্মানিত করা হয়েছে। উপদেষ্টারা হলেন, আব্দুল গফুর সরকার, অ্যাড এসএস ওবায়দুর রহমান, অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, রেহানা খানম, ড. আশরাফুল কবির, অসিত কুমার সরকার।