শাজাহানপুরে গোহাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫টায় উপজেলার পোয়ালগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু,উপজেলা শিা অফিসার আব্দুল কাইয়ুম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান,উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মহিদুল হাসান,গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী,পোয়ালগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তসলিম উদ্দিন,প্রধান শিক্কষ তাসকিনা নাসরিন,গোহাইল সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহজাহান আলী,উপজেলা ছাত্রলীগ নেতা রাজু আহমেদ,সজিব,হাসান সহ গোহাইল কাস্টার শিক-শিার্থী উপস্থিত ছিলেন।
এই খেলায় উপজেলা গোহাইল কাস্টারের সকল প্রাথমিক বিদ্যালয় অংশ নেন।বঙ্গবন্ধু গোল্ডকাপ (বালক) ফুটবল টুর্নামেন্টে আতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে খাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে খাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।