আদমদীঘিতে পল্লী বিদ্যুতের নৃশংসতার শিকার মুক্তিযোদ্ধাদের রোপন করা বহু তালগাছ

বগুড়ার আদমদীঘিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের রোপন করা বহু সংখ্যক তাল গাছ কেটে মেরে ফেলার অভিযোগ মিলেছে। বর্তমান সরকার যখন কোটি কোটি টাকা ব্যয় করে পরিবেশ বান্ধব ও বজ্রপাত নিরোধক তাল গাছ রোপন কাজ চালাচ্ছেন সে সময় পল্লী বিদ্যুৎ বিভাগ মেরে ফেলছে বহু সংখ্যক তাল গাছ।
জানা গেছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের মাস ডিসেম্বরের শেষ দিকে বিজয়ের নিদর্শন হিসাবে উপজেলার নশরতপুর রেলওয়ে স্টেশনের উত্তর-পশ্চিম পাশে শতাধিক তাল বীজ রোপন করে এলাকার একদল বীর মুক্তিযোদ্ধা। উপজেলার নসরতপুরে মুক্তিযুদ্ধের সংগঠক নশরতপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আ,ত,ম শামছুল হক এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা মুনছুর রহমান, আবুল কাশেম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, সুনীল কুমার সরকার ও শাহাদত হোসেন শতাধিক তাল বীজ রোপন করেছিলেন। তারা ধারণা করেছিলেন রোপন করা শতাধিক বীজের মধ্যে কমপক্ষে ৭১ তাল বীজ যদি টিকে যায়, সেগুলো এক সময় বড় হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে স্বাধীনতা ও বিজয়ের জীবন্ত নিশানা হয়ে থাকবে। বিজয় অর্জনের মাসে বীর মুক্তিযোদ্ধাদের রোপন করা বীজ গুলো প্রায় সবগুলো ঠিকে যায়। এর পর থেকে ৫২ বছর ধরে তালগাছ গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে ছায়া, অক্সিজেন ও ফল দান করে আসছিল। জানান দিচ্ছিল মহান বিজয়ের জীবন্ত স্মৃতিচিহ্ন হিসাবে। এই তালগাছ গুলোর দিকে তাকালেই এলাকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মুক্তিযোদ্ধা মানুষের চোখে ভেঁসে উঠে হানাদার পাকিস্থানী সেনা ও তাদের এদেশীয় দোসর রাজাকারদের নির্মমতা এবং সেই সাথে জীবনবাজী রেখে করা যুদ্ধজয়ের স্মৃতি। এমন অবস্থায় তাল গাছগুলোর ফাঁকে ফাঁকে এবং গাছ থেকে সামান্য দুরত্বে খুঁটি বসিয়ে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করে সরবরাহ কাজ চালু করে স্থানীয় পল্লী বিদ্যুতের কর্তা ব্যক্তিরা। তারা অপরিকল্পিত ভাবে খুঁটি বসিয়ে বিদ্যুৎ সঞ্চালন করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত নিরোধক তাল গাছগুলোর মাথা কেটে মেরে ফেলার মহোৎসব চালাচ্ছেন। এই অশুভ কাজে বীর মুক্তিযোদ্ধারা বাধা দিলে তাদের পল্লী বিদ্যুতের লোকজন অপমান করে তাড়িয়ে দেয় বলে গনমাধ্যম প্রতিনিধিদের নিকট দাবী করেন মুক্তিযুদ্ধের সংগঠক সুনিল কুমার সরকার ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সহ অনেক বীর মুক্তিযোদ্ধাগন। তারা আরো বলেন, পল্লী বিদ্যুতের ৫/৬টি খুঁটি স্থানান্তর করার মাধ্যমে এখনো অন্তত ৩০ তালগাছ বাঁচানো সম্ভব। এব্যাপারে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মনোয়ারুল ইসলাম ফিরোজী বলেন, তাল গাছগুলোর মাথার সাথে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ক্যাবল সংর্স্পশ হয়ে বিদ্যুৎ সরবরাহ কাজে সমস্যা সৃষ্টি করায় কেটে ফেলা হয়েছে এবং এ কাজটি বিদ্যুৎ সঞ্চালন লাইন আইন মোতাবেক করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে অবশিষ্ট তালগাছ রক্ষা করার চেষ্টা করা হবে।