জাতীয় নারী ক্রিকেট দলের প্রেসার মারুফা আক্তারকে সংবর্ধনা

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় মারুফা আক্তারকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত শুক্রবার (২৮ জুলাই) বিকেলে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা হয়। শহরের শেরেবাংলা সড়কে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ সুপার মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের কার্যালয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হৃদয়ে সৈয়দপুর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আকাশ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ রুবেল. সহ-সভাপতি আসাদ সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম মুন্না ও সাথী আক্তার, সাংগঠনিক সম্পাদক বিজয় এন কে খলিল প্রমুখ। এ সময় সংগঠনের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি এম মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রানা, সহ-সভাপতি ফাহিম মন্তাছির, যুগ্মসাধারণ সম্পাদক রুবেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রান্ত সরকার, পৌর সভাপতি ইমরান নিজাম, শাহরোজ চান রাব্বী, একরামুল হক রনি, মোনালিসা, বোতলাগাড়ি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহ-সভাপতি নজির রায়হান, সালপিয়া আক্তার.আজিম, বাঙালিপুর ইউনিয়ন কমিটির সভাপতি ইমরুল কায়েস. সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন. কবিতাসহ সংগঠনের অন্যান্য শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতেই সংগঠনের উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার পক্ষ থেকে নারী ক্রিকেটার মারুফা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
অনুষ্ঠানের অতিথির বক্তব্যে মারুফা আক্তার তাঁর ক্রিকেট খেলায় বিভিন্ন প্রতিকূলতা ও সফলতার কথা তুলে ধরেন।
এ সময় আয়োজক সংগঠন স্বেচ্ছাসেবী সামাজিক হৃদয়ে সৈয়দপুর এর সদস্যরা তার (মারুফা) আরো সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শেষে হৃদয়ে সৈয়দপুর সংগঠনের পক্ষ থেকে ক্রিকেটার মারুফা আক্তারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তারের বাড়ি নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাষ্টারপাড়ায়। উল্লিখিত এলাকার মোহাম্মদ আইমুল্লাহ্ ও মর্জিনা বেগম দম্পতির মেয়ে সে। চার ভাই বোনের মধ্যে মারুফা সকলের ছোট। ছোট বেলা থেকে লেখাপড়ার চেয়ে ক্রিকেট খেলার প্রতি অতি আগ্রহী সে। লিকলিকে পাতলা দেহের গঠন আর চেহারায় এখনো কৈশোরের ছাপ যায়নি মারুফা আক্তারের। কিন্তু নারী ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলেছে সে। বল হাতে প্রতিপক্ষের ওপর আক্রমণ করেন চিতার মত। তাঁর হাতের যাদুকরী বলে ক্ষত-বিক্ষত হয়ে প্রতিপক্ষ দলের সেরা ব্যাটসম্যানদের ফিরতে হচ্ছে অপ্রত্যাশিত ফল নিয়ে । বোলিংয়ে যেমন, ব্যাটিংয়েও তেমন । সদ্য ভারতকে প্রথমবারের মতো ওয়ানডেতে হারাতে এই নারী ক্রিকেটারের ভূমিকাই বেশি। ৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তরুণ এই পেসার । ভারতের দুই ওপেনারকেই ফিরিয়ে জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন মাত্রই চতুর্থ ওয়ানডে খেলা এই মেয়েটি। অল্প দিনেই বাংলাদেশের নারী ক্রিকেট প্রেমিকদের হৃদয়ে ক্যানভাসে স্থান করে নিয়েছেন সে।