বগুড়া সংশপ্তক থিয়েটার সদস্য শিমু আর নেই

বগুড়া সংশপ্তক থিয়েটার সদস্য ও খেলাঘরের সদস্য শামীম আরা বিলকিস শিমু আর নেই। তিনি কিডনী রোগে আক্রান্ত হয়ে সোমবার বিকালে বগুড়া শহরের মালতীনগরস্থ নিজবাড়িতে ইন্তেকাল করেন। মঙ্গলবার সকালে তার নামাজে জানাযা শেষে ভাইপাগলা মাজারে দাফন করা হয়।
মরহুম শামীম আরা বিলকিস শিমু সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাকেুর রহমান সুজন এর বোন। তার মৃত্যুতে সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, শব্দকথন সাহিত্য আসরের সভাপতি আব্দুস সালাম বাবু, নান্দনিক নাট্য দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি মনোয়ারুল ইসলাম, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, বাঙময় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান দৌলত, বগুড়া আনন্দ কণ্ঠ এর সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া থিয়েটার, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, সাধারণ সম্পাদক সাকেুর রহমান সুজন, নাট্যভিনেতা শাহাদৎ হোসেন, গীতিচর্চা সঙ্গিতালয়ের সভাপতি তাপসী দে, কাহালুর প্রভাতী থিয়েটারের আব্দুল বাছেদ, বগুড়া শিশু নাট্যদল, বগুড়া ফাল্গুনি থিয়েটারের রুবেল মিয়া, পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদক কবি জয়ন্ত দেব, প্রকাশ শৈলীর সাধারণ সম্পাদক লুবনা জাহানসহ অন্যান্যরা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার শান্তি কামনা করেন।