পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে গরু হাঁস বিতরণ

নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে ষাড় গরুর বাছুর ও তাদের খাদ্য এবং হাঁস ও হাঁসের ঘর বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার দুপুরে উপজেলার সারাইগাছী স্কুল মাঠে এগুলো বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ প্রমুখ। পরে খাদ্যমন্ত্রী ২৯৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ষাড় গরুর বাছুর ও তাদের খাদ্য এবং হাঁস ও হাঁসের ঘর বিতরণ করেন।