পোরশায় সিসিডিবি’র কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও

নওগাঁর পোরশায় বেসরকারী সংস্থা সিসিডিবি’র কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের আওতায় "পিসিআরসিবি" প্রকল্পের বাস্তবায়নকৃত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সিসিডিবি’র প্রকল্প উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রুপনসহ ওয়ার্ড সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উপজেলার ছাওড় ইউপিতে সিসিডিবি’র কার্যক্রম পরিদর্শনের প্রারম্ভে দানিপুকুর গ্রামে একটি উঠান বৈঠকে অংশগ্রহন করেন। উঠান বৈঠকটিতে ২৫ জন উপকারভোগী সদস্য প্রকল্প কর্তৃক বায়স্তবায়নকৃত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন। উপস্থাপন শেষে ইউএনও সালমা আক্তার প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন উৎসাহমূলক পরামর্শ প্রদান করেন। তিনি এসময় সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গুলো সম্পর্কে সদস্যদের অবগত করেন। উঠান বৈঠক শেষে তিনি খরা মোকাবেলায় মাঠ পর্যায়ে বিভিন্ন প্রশমন ও অভিযোজন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে জৈব কৃষি প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।