আদমদীঘিতে ফের ব্যবসায়ীর গুদাম থেকে চাল চুরি

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে ফের একই ব্যবসায়ীর গুদাম থেকে অর্ধ শতাধিক বস্তা চাল চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাতে উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন এলাকায়।
জানা গেছে, আদমদীঘি সদরের দৈনিক বাজারের চাল ব্যবসায়ী বাচ্চু প্রামানিক তার বাড়ি সংলগ্ন্ধসঢ়; ওই স্থানে গুদামে চাল রেখে ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার সকালে গুদামে চাল নিতে গিয়ে দরজার সার্টার কাটা এবং মজুত গুনে ৫৬ বস্তা চাল চুরির ঘটনা দেখতে পায়। চুরি যাওয়া চালের মুল্য প্রায় ৮০ টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ী ছেলে রসুল হোসেন। তিনি আরো বলেন, এর প্রায় তিন মাস পুর্বে ওই গুদাম ঘরের দরজার তালা কেটে ৫৪ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছিল।
বৃহস্পতিবার বিকালে আদমদীঘি থানার অফিসার ইনচার্য রেজাউল করিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি চুরির ঘটনা ঘটেছে জানিয়ে বলেন, এব্যাপারে এখনো ওই ব্যবসায়ী বা তার পক্ষে কেউ লিখিত অভিযোগ দেয়নি।