নন্দীগ্রামে শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

বগুড়ার নন্দীগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরআগে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, জেলা পরিষদ সদস্য মো. মুকুল মিঞা, উপজেলা আওয়ামী লীগ নেতা সরফুল হক উজ্জল, শামীম শেখ, স্বপন চন্দ্র মহন্ত, গোলাম মোস্তফা, আনন্দ কুমার, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক মাহফুজা চৌধুরী, আওয়ামী লীগ নেতা ফিরোজ কামাল ফারুক, আব্দুর রাজ্জাক, শাহিরুল ইসলাম, আতোয়ার হোসেন মান্না, গোলাম মোস্তফা গামা, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর যুবলীগের সভাপতি মোফাজ্জল বারী, ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, সহ সভাপতি আল নোমান নাদিম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল জাহিদসহ দলীয় নেতৃবৃন্দ।