খানসামায় উজান-ভাটি শিল্প-সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

গত শুক্রবার দিনাজপুরের খানাসামায় উজান-ভাটি শিল্প-সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, স্মরণিকা প্রকাশ, আলোচনা সভা ও সাহিত্য বৈঠক এবং সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়।
জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয়ও কলেজ মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফিউল আযম চৌধুরী লায়ন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদ শাহ্, জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয়ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং দিনাজপুর জেলা পরিষদ সদস্য শাহরিয়ার জামান শাহ্ নিপুন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আতিউর রহমান,একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক আলী রায়হান সরকার ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামসুল হক।
উজান-ভাটি শিল্প-সাহিত্য-সংস্কৃতি পরিষদের কার্যকরী সদস্য কবি মাখন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রিষিণ পরিমল।
উজান-ভাটি শিল্প-সাহিত্য-সংস্কৃতি পরিষদের অনলাইন বিষয়ক সম্পাদক মো. রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য আয়োজক সংগঠনের সভাপতি হোসাইন মুহম্মদ আনোয়ার।
সাহিত্য বৈঠকে লুৎফর রহমান, প্রকাশ চন্দ্র রায়, আনোয়ারুল হক, হবিবর রহমান শাহ, চন্দন চন্দ্র মহন্ত, বাসুদেব দাস, রইচ উদ্দিন রকি, মাধব চন্দ্র রায়, মাহবুব হোসেন,আমজাদ হোসেন, মৃণাল রায় শ্রীমন,ওয়াসিম আহমেদ শান্ত, আবু বকর সালেহ, মনজুর হোসেন, আনিছুর রহমান, রণজিৎ কুমার রায়, কাওছার আহমেদ, আলতাফ হোসেন, রোমানা রহমতী শ্রাবণী, হামিদুর রহমান, সামসুল হক, আপন, নিখিল সারথী শর্মা,কালিপদ রায়, তাইজুল মন্ডল, মহাদেব রায়, টি এইচ বকুল, গোলাম মোস্তফা,আনোয়ার হোসেন, রশিদা বেগম প্রমুখ স্বরচিত কবিতা পাঠ, প্রবন্ধ উপস্থাপন ও সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও সংগীত সন্ধ্যায় শিল্পী মিন্টু কাওয়ালি, সূচনা রায়, জয়িতা সরকারসহ অন্যান্য শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সৈয়দপুর সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান সায়েদুল হক, সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আখতারুজ্জামান ও খানসামার ছাতিয়ান গড়স্কুল এন্ড কলেজ সিনিয়র শিক্ষক মাখন চন্দ্র রায় বিচারকের দায়িত্ব পালন করেন। শেষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায়বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের উজান-ভাটি শিল্প-সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ডা. ডি এম মুজিরসহ কবি, লেখক,সাহিত্যিক, সাংবাদিক, সুধীজন এবং ছাত্রছাত্রী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।