শিবগঞ্জে শেখ কামালের জন্ম বার্ষিকী পালিত

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জমান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, মৎস্য কর্মকর্তা আব্দুর শাকুর, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুন, শিবগঞ্জ সরকারি মোজাফ্ফর হোসেন কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ নেসকো লিঃ আব্দুর রশিদ, মোকামতলা পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম আব্দুর রহিম, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা আসাদ, সাংবাদি সোহেল আক্তার মিঠু, বরিউল ইসলাম সহ সুধীবৃন্দ।