সৈয়দপুরে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

৫ আগষ্ট (শনিবার) সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উদ্যাপন হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা গৃহিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, চারা গাছ রোপন, প্রীতি ফুটবল ম্যাচ, বিশেষ দোয়া মাহফিল প্রভূতি।
সকাল সাড়ে ১০টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
সৈয়দপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, বীরমুক্তিযোদ্ধা সামসুল হক সরকার, বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী প্রমুখ।
আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম- সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীনের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সদস্যরা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জীবনী নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচির শুরুতেই বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে চারা গাছ রোপন করা হয়েছে। এরপর উপজেলা প্রশাসন বনাম উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।