পার্বতীপুর রেলওয়ে হাসপাতালের বেহাল অবস্থা ডাক্তার ছাড়াই চলছে হাসপাতাল

দিনাজপুরের পার্বতীপুরে ব্রিটিশ আমলে নির্মিত ১শ ৮ বছরের পুরাতন রেলওয়ে হাসপাতালটি ডাক্তার ও লোকবলের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রায় ১০/১৫ হাজার রেলওয়ে পরিবার।
পার্বতীপুর শহরের প্রান কেন্দ্রে অবস্থিত রেলওয়ে এই হাসপাতালটি উত্তর অঞ্চলের তথা দেশের বৃহৎ রেলওয়ে জংশন,পশ্চিম অঞ্চল জোনের রেলওয়ে কেন্দ্ৰীয় লোকোমটিভ কারখানা ছাড়াও ক্যারেজ এন্ড ওয়াগন ডিপো, রেলওয়ে লোকো সেডসহ ডিজেল ওয়ার্কশপের অবস্থান পার্বতীপুরে। এখানে কর্মরত বিভিন্ন দপ্তরের রেল কর্মকর্তা, শ্রমিক কর্মচারীসহ প্রায় ১০/১৫ হাজার রেল পরিবারের সদস্যেরা রেলওয়ে হাসপাতালের চিকিৎসা সেবা থেকে বন্ঞ্চিত কারন। পার্বতীপুরে রেলওয়ে হাসপাতালে নেই কোন ডাক্তার একজন ফার্মাসিস্ট ও একজন পরিচ্ছন্ন কর্মী দিয়ে আউটডোরের চিকিৎসার ভরসা, ইনডোরে চিকিৎসার জন্য রয়েছে ১৬ শয্যা বিশিষ্ট একটি মাত্র রেলওয়ে হাসপাতাল। সেখানে রয়েছে একজন নার্স ইনচার্জ, দু'জন নার্স ও একজন সুপারসহ একজন পরিচ্ছন্ন কর্মী এখানেও ডাক্তারের কাজ সারছেন নার্স ইনচার্জ নিজেই।
রেলওয়ের সংশ্লিষ্টদের জন্য নির্ধারিত হাসপাতালটিতে চিকিৎসকের পদ শুণ্য থাকায় প্রতিনিয়তই ব্যহত হচ্ছে স্বাস্থ্য সেবা। এতে প্রাইভেট ক্লিনিক কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন হাসপাতালের সুবিধা ভোগী এসব রেল কর্মচারীরা।
দীর্ঘদিন যাবত চিকিৎসক না থাকায় বহিরাগত রোগীদের একমাত্র ভরসা ফার্মাসিস্ট। প্রাথমিক চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃটিশ আমলে নির্মিত পার্বতীপুর রেলওয়ে হাসপাতালে মঞ্জুরীকৃত পদে সহকারী বিভাগীয় মেডিকেল অফিসার ১ জন, সহকারী সার্জন ২জন, ফার্মাসিস্ট ২ জন, সিস্টার ইনচার্জ ১ জন, সিনিয়র ষ্টাফ নার্স ৩ জন, জুনিয়র নার্স ১ জন, ড্রেসার ১জন, ওয়ার্ড এটেনডেন্ট ৬জন,ওষুধ ক্যারিয়ার (এমসি) ১ জন, বাবুর্চি ১ জন, মশালচি ১ জন, আয়া ২ জন, নিরাপত্তা প্রহরী ২ জন, পরিচ্ছন্নকর্মী ৫ জন কর্মরত থাকার কথা। তবে ১৪ টি পদে ২৯ জনের বিপরীতে ১ জন ফার্মাসিষ্ট, ১জন সিস্টার ইনচার্জ, ২জন সিনিয়র স্টাফ নার্স, ১ জন ওয়ার্ডবয় মোঃ নাসিম ১জন ওষুধ ক্যারিয়ার, ১জন আয়া আসমা খাতুন ১ জন সুইপার হরিলাল দিয়ে ইনডোরের কোনো রকমে চলছে এ হাসপাতালটির সেবা কার্যক্রম।
চিকিৎসা নিতে আসা রেল পরিবারের একজন সদস্য জানান, আমি ডাক্তার দেখাতে এসেছি কিন্তু ডাক্তার নাই বাধ্য হয়ে প্রাথমিক চিকিৎসার ওষুধ নিয়ে যাচ্ছি। আমরা রেলওয়ে পরিবারের সদস্য হয়েও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। ডাক্তার না থাকায় হাসপাতাল থাকার পরেও বাধ্য হয়ে ক্লিনিকে ফি দিয়ে ডাক্তার দেখাতে হচ্ছে। স্থায়ী ডাক্তার নিয়োগসহ সকল সমস্যা সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি আশা করছি।
সেবা নিতে আসা রেলওয়ে নিরাপত্তার ছেলে মোঃ লিটন জানান, আগে হাসপাতালে নিয়মিত ডাক্তার আসতেন। এখন হাসপাতালে আসলে ডাক্তারের দেখা মেলেনা আর আগের মতো সেবাও পাওয়া যায় না। গুরুতর অসুস্থ্য কাউকে এখানে আনলে বাইরে পাঠায় তারা।
ফার্মাসিস্ট রমজান আলী জানান, পার্বতীপুরে কর্মরত রেল কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই হাসপাতালটি স্থাপন করা হয়েছে। এখানে রয়েছে কেন্দ্ৰীয় লোকোমোটিভ কারখানায় একটি সরকারি ফার্মেসী। কেলোকায় কর্মরত ছাড়া তাদের পরিবারসহ প্রায় ৫-৬ শ মানুষ প্রতিমাসে এ হাসপাতাল থেকে স্বাস্থ্য সেবা নিয়ে থাকে। দীর্ঘদিন যাবত এখানে স্থায়ী কোন চিকিৎসক না থাকায় বাধ্য হয়েই রুগীরা বাইরে যাচ্ছেন। উচ্চ রক্তচাপ, হৃদ রোগ, ডায়াবেটিস, ব্যথা, আহতসহ বিভিন্ন রোগের ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হয়ে থাকে। ওষুধ থাকলেও রোগ নির্ণয়ের জন্য তাদের বাইরে ডাক্তার দেখাতে হয়। এক সময় হাসপাতালে অপারেশন থিয়েটার থাকলেও বর্তমানে নেই, প্রয়োজনীয় লোকবল ও চিকিৎসা উপকরনের অভাবে দীর্ঘদিন যাবত সরঞ্জামাদি নেই, ফলে গুরুতর জরুরী রোগী এলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রংপুর, দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়,গত ২৫/০৫/২৩ একজন ডাক্তার যোগদান করেছেন। কিন্তু হাসপাতালে গেলেও বরাবরের মতো দেখা মেলেনি ডাক্তারের। পার্বতীপুর রেলওয়ে হাসপাতালে ৩ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বিপরীতে একজনেরও দেখা মেলা নাই।
পার্বতীপুর রেলওয়ে দপ্তরের কর্মকর্তা, শ্রমিক কর্মচারীসহ স্থানীয় সচেতন মহল রেলওয়ে হাসপাতালটির সকল সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।