মাদ্রাসার শিক্ষার্থীকে ষড়যন্ত্রমূলক ভাবে হত্যাকান্ডে জড়িত করার অভিযোগ

বগুড়া জেলার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজারস্থ তাহসীনুল কুরআন আদর্শ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীকে ষড়যন্ত্রমূলক ভাবে একই মাদ্রাসার ছাত্র কাউসারের হত্যাকান্ডে জড়িত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেন কথিত অভিযুক্ত ছাত্রের পিতা মোঃ শহিদুল ইসলাম। তিনি রবিবার বেলা ১২ টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তার সন্তান আব্দুর রহমান সাবিতকে ধর্মীয় শিক্ষা লাভের আশায় ৫ বছর পূর্বে উক্ত মাদ্রাসায় ভর্তি করান।
গত ২ আগস্ট ২০২৩ উক্ত মাদ্রাসায় কাউসার নামে এক ছাত্রকে কে বা কাহারা হত্যা করে মাদ্রাসার টয়লেটে ফেলে রাখে। মাদ্রাসার শিক্ষকগণ নিজেদের দায়ভার এড়ানোর জন্য তার নিরপরাধ শিশু সন্তান মোঃ আব্দুর রহমান সাবিতকে ষড়যন্ত্রমূলক ভাবে জড়িত করে মামলা দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে।
তিনি জানান, তার সন্তান মোঃ আব্দুর রহমান সাবিত বর্তমানে ১২ পারা হেফজ সম্পন্ন করেছে। বর্তমানে তার বয়স ১২বছর ৬মাস। ঘটনার দিন ফজর নামাজ শেষে তার সন্তান যথারীতি ক্লাশে অবস্থান করে। সকাল ৬টা ৪০ মিনিট থেকে ৭টা নাস্তা শেষ করে যথারীতি ক্লাশে অংশগ্রহণ করে।
ক্লাশ চলতে থাকা অবস্থায় শিক্ষকগণ নিহত ছাত্রকে টয়লেটে পড়ে আছে দেখে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, উক্ত বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবক হিসেবে তাকে কোন প্রকার ফোন বা কোন প্রকার যোগাযোগ করে নাই। পরবর্তীতে তিনি অন্য ছাত্রের অভিভাবকের নিকট থেকে খবর পেয়ে বেলা অানুমানিক ১২টার দিকে মাদ্রাসায় যান। তখন পুলিশ তাকে ও তার ছেলেকে থানায় নিয়ে যায়। বর্তমানে তার ছেলে জেল হাজতে রয়েছেন।
থানায় গিয়ে তিনি জানতে পারেন মাদ্রাসার কারীমূল হুজুর তার সাথে যোগাযোগ করতে নিষেধ করেছে এবং মাদ্রাসার অন্য শিক্ষক ফজলে রাব্বী হুজুর মাদ্রাসার বেলকনীতে নিয়ে যেয়ে তার ছেলেকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে বলে যে, আমরা যে ভাবে বলতে বলব তুমি তাই বলবি। এপর পর তিনি মাদ্রাসায় থাকা সিসি ক্যামেরার বিভিন্ন ভিডিও ফুটেজ, নিহত ছাত্রের পিতার সাক্ষাৎকার সহ কিছু তথ্য সংগ্রহ করে বুঝতে পারেন তার ছেলেকে কৌশলে ফাঁসানো হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বিগত ১ বছর পূর্বে তার ছেলেকে উক্ত মাদ্রাসার শিক্ষক ব্যাপক মারপিট করে। এক পর্যায়ে তার ছেলের গলা কেটে যায়। তখন শিক্ষকরা তাকে না জানিয়ে স্থানীয় ডাক্তারের নিকট তিনটি সেলাই দিয়ে তাকে সুস্থ করে মাদ্রাসায় নিয়ে যায়।
তিনি বলেন, তার শিশু সন্তান মোঃ আব্দুর রহমান সাবিত উল্লিখিত ঘটনার সময় ক্লাশে উপস্থিত থেকে কিভাবে কাউসারকে হত্যা করে? চলমান মাদ্রাসার শত শত ছাত্রের মাঝে কি ভাবে একাই হত্যা করলো? যাহা কেহ জানতে পারলো না? এ ব্যাপারে সাংবাদিকদের মাধ্যমে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।