সারিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধার উপর হামলা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সদরের পারতিতপরল নয়াপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে রহিমা বেওয়া (৫৫) নামে এক বৃদ্ধার উপর হামলার ঘটনা ঘটেছে। ০৯ আগস্ট ২০২৩ বুধবার সকালে এই ঘটনা ঘটে।
ঐ বৃদ্ধা ঘটনার সাথে জরিত এবং অভিযুক্ত বেশ কয়েকজনের বিরুদ্ধে বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুত্রে জানা যায়। স্থানীয় মৃতঃ জনাব আলীর ছেলে এখলাছ মিয়া (৫০) এবং তাহার স্ত্রী নাজমা বেগম (৪৫), জয়দুন প্রাং এর স্ত্রী সুইটি বেগম (৫৫), সুইটি বেগমের ছেলে জেইন মিয়া (২২) এবং আব্দুল হামীদ ঘটনার দিন ঐ বৃদ্ধার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে করে চিকিৎসার জন্য সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।
অভিযোগে উল্যেখ করা হয় যে, ঐ বৃদ্ধার ১০ শতাংশ জমি অভিযুক্তরা বেশ কিছুদিন যাবত জোরপূর্বক ভোগ দখলের পায়তারা করে আসছে। ঘটনার দিন জোরপূর্বক জমি দখলে বাধা প্রদান কালে বাকবিতন্ডা জরায় উভয় পক্ষ। এই বিষয়ের জেরে কথা কাটাকাটি এক পর্যায়ে ঐ বৃদ্ধা বাড়ীতে একা থাকার সুবাদে তাহার উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত যখম করে অভিযুক্তরা।
এই ঘটনায় চিকিৎসাধীন রহিমা বেওয়ার সাথে কথা হলে তিনি জানান, ঘটনার দিন অভিযুক্তরা আমার বাড়ীঘর উচ্ছেদের হুমকি প্রদান করে আমাকে। আমার স্বামী না থাকায় তারা প্রায় সময় আমাকে গালিগালাজ ও হুমকি দেয়। তারা সংখ্যায় বেশী হওয়ায় আমি সব সময় ভয়ে থাকি। আমি আমার উপর এই হামলার ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ঐ বৃদ্ধার অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হবে।