সৈয়দপুরে ঘর পেলেন আরো ১৩১ জন ভূমি ও গৃহহীন পরিবার

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নীলফামারীর সৈয়দপুর উপজেলার আরো ১৩১ জন ভূমিহীন-গৃহহীন পরিবার পেলেন আশ্রয়ণ-২ প্রকল্পের দুই শতক জমিসহ ঘর। গত বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী ঢাকা গণভবন থেকে ভার্চুয়ালি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে নির্মিত ২২ হাজার ১০১টি সুবিধাভোগীদের পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। আর একই সময়ে প্রধানমন্ত্রী পক্ষে নীলফামারীর সৈয়দপুরে আশ্রয়ণ- ২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে নির্মিত ১৩১টি সুবিধাভাগী পরিবারের হাতে ঘরের দলিলপত্র হস্তান্তর করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন উপস্থিত থেকে সুবিধাভোগী পরিবারের হাতে ঘরের দলিলপত্র তুলে হাতে দেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আজমল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী,বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার,কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ উপজেলা প্রশসানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৩১ ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে উপজেলার দুই নম্বর কামারপুকুর ইউনিয়নে ৪০টি, তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নে ১০টি এবং চার নম্বর বাতলাগাড়ী ইউনিয়নে ৮১ টি ঘর রয়েছে । এ সব ঘর নির্মাণে প্রতিটির জন্য ব্যয় বরাদ্দ ছিল ২ লাখ ৮৪ হাজার পাঁচ শত টাকা।
এছাড়াও এর আগে সৈয়দপুর উপজেলায় চারটি ইউনিয়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ৩৯৮ জন ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর নির্মাণ ও হস্তান্তর করা হয়েছে।