বগুড়া সুরমায়া সাংস্কৃতিক একাডেমি শোক দিবস পালন করবে আজ

বগুড়া সুরমায়া সাংস্কৃতিক একাডেমির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার কিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার বিকাল ৪টায় বগুড়া শহরের পৌর পার্কস্থ রোমেনা আফাজ মুক্তমঞ্চে এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেক্টর কমান্ডার ফোরাম বগুড়ার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বাংলারমুখ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান মুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বগুড়া সুরমায়া সাংস্কৃতিক একাডেমির সভাপতি ওবাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের পরিচালক আব্দুর রহিম জয়।