দেশের অগ্রগতির জন্য নতুন টেকনোলজি গ্রহন করতে হবে

নীলফামারী - ২ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে উন্নত ও আধুনিক বাংলাদেশ হিসেবে তুলতে চেয়েছিলেন। যে বাংলাদেশ একদিন পৃথিবীর মুখে মাথা উঁচু দাঁড়াবে। তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময় ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন। সেখান (ডিজিটাল বাংলাদেশ) থেকে আজ আমরা স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেছি। তখন এটি নিয়ে অনেকেই হাস্য-রসিকতা করেছিল, বলেছিল বাংলাদেশের মতো একটি দেশে ডিজিটাল বাংলাদেশ কিভাবে হবে। কিন্তু এটি যে সম্ভব প্রধানমন্ত্রী তা প্রমাণ করে দিয়েছেন। আজকে ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারছি।
তিনি আরো বলেন, দেশের অগ্রগতির জন্য আমাদের টেকনোলজি গ্রহন ও ধারণ করতে হবে। আর তা না হলে অনেক পিছিয়ে পড়বো আমরা। বর্তমান তরণ সমাজ অর্থাৎ আজকের শিক্ষার্থীরা এ সব ধারণ করবে এবং দেশকে দ্রুত এগিয়ে নিবে। বর্তমানে ব্যাংকিং, টেন্ডার, আবেদন সবকিছুই অনলাইনে হচ্ছে। আমাদের জীবনের বড় পরিবর্তন হচ্ছে। বিগত এক শ’ বছরে পৃথিবী যতটা এগিয়েছে, গত ৫০ বছরে পৃথিবী তার চেয়ে ১০/২০ গুন বেশি গতিতে অগ্রসর হচ্ছে। পরিবর্তনগুলো এখন দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে।
আসাদুজ্জামান নূর রোবটিক্স এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রাম কর্মশালার আয়োজন বিষয়ে বলতে গিয়ে বলেন, আজকের আয়োজন যথাযথ, উপযুক্ত ও সময়োপযোগী আয়োজন, অসাধারণ উদ্যোগ। এতে করে শিক্ষার্থীরা দ্রুত শিক্ষতে পারবে। আর এতে শিক্ষকদের রয়েছে অনেক বড় ভূমিকা।
তিনি গতকাল শুক্রবার (১১ আগস্ট) নীলফামারীর সৈয়দপুরে রোবটিক্স এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রাম শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য ও শুভ উদ্বোধন করেন।
স্বেচ্ছাসেবী সংগঠন কিছু করি উদ্যোগে শহরের পাবর্তীপুর সড়কের সুলতান নগরস্থ ড্রীম প্লাস হোটেল এন্ড রিসোর্টে ওই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান এবং উপজেলাপরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
আমন্ত্রিত আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাউস্ট) এর আইসিটি বিভাগের প্রধান ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী।
স্বেচ্ছাসেবী সংগঠন কিছু করি এর আহ্বায়ক ম, ম, রেজাউল হক বিদ্যূৎ এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের যুগ্ম-আহবায়ক পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন কর্মশালার মূখ্য আলোচক ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক রায়হানা সামস্ ইসলাম অন্তরা, আব্দুল্লাহ-হিল কাফি, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, নীলফামারীর সৈয়দপুরের কৃতী সন্তান আমেরিকার মিশিগান ইউনিভার্সিটির শিক্ষক, রোবর্ট রিসার্চ ফেলো ড. মোক্তাদির আলম আরাফাত, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী মুনতাসীর আহাদ,কর্মশালার টেকনিক্যাল টিমের সদস্য সাংবাদিক জসিম উদ্দিন ও সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক লোকমান হাকিম লিটন।
স্বেচ্ছাসেবী সংগঠন কিছু করি এর যুগ্ম-আহবায়ক পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন ও সদস্য আরিফুর আনোয়ার সুমনের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুলইনসলাম,উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজুসহ আমন্ত্রিত অতিথি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,শিক্ষক-শিক্ষিকা,সাংবাদিকরা উপস্থিত ছিলেন।।
উল্লেখ্য, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনকে সামনে রেখে শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক এবং রোবটিক্স বিষয়ে ধারণা দেয়ার লক্ষ্যে আয়োজিত কর্মশালায় সৈয়দপুর উপজেলা ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করছে।।