পঞ্চগড়ে পুরস্কার ও স্কুল ব্যাগ বিতরণ

পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে দ্বারিকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন,পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোসলেম উদ্দিন শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক,সহকারী উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায়, পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে ট্রাইব্রেকারের মাধ্যমে ছলিয়া পাড়া শেখেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পৌর এলাকার নতুন বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপর দিকে বঙ্গমাতা গোল্ড কাপে ট্রাইব্রেকারের মাধ্যমে আনন্দময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
এছাড়া অতিথি বৃন্দ২০২২-২৩ অর্থ বছরের এডিবি ও উন্নয়ন তহবিলের অর্থায়নে ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে ২৮৬টি স্কুল ব্যাগ, ২৬টি টিফিন বাটি ও ফুটবল বিতরণ করেন।