পার্বতীপুরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত উপদেষ্টা সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। তিনি সরকারী সেবাসমূহকে স্বচ্ছতার সাথে সুষ্ঠুভাবে কিভাবে জনগণের দোরগোড়ায় প্রদান করা যায় সে বিষয়ে বরাবরের ন্যায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভার সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর, দিনাজপুর। সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ ইসমাঈল, উপজেলা নির্বাহী অফিসার। আরো উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন, মেয়র, পার্বতীপুর পৌরসভা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন,মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভা শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে ওয়েব পোর্টাল হালনাগাদকরণ এবং সর্বোচ্চ ব্যবহারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা পান ১ নম্বর বেলাইচন্ডী ইউপি। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন কৃষিবিদ নুর মোহাম্মদ রাজা, চেয়ারম্যান, ১ নম্বর বেলাইচন্ডী ইউপি।