সৈয়দপুরে গলায় ফাঁস লাগিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে তাসকিয়া অরিন মালা (১৪) নামের মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যা করেছে। গত বুধবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত সরকারপাড়া এ ঘটনাটি ঘটেছে।
পরিবারের পক্ষ থেকে থানায় দেয়া তথ্যে জানা গেছে, উল্লিখিত এলাকার ওয়াজেদুল ইসলাম ওরফে বাবু এর মেয়ে তাসকিয়া অরিন মালা (১৪)। সে পশ্চিম বেলপুকুর মাঝাপাড়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। ঘটনার দিন গত বুধবার বেলা আনুমানিক সোয়া এগারটির সে বাড়িতে তাঁর বাবাসহ এক সঙ্গে বসে সকালের খাবার খায়। এরপর তাঁর বাবা ওয়াজেদুল ইসলাম বাড়ির পাশের একটি দোকানে পান খেতে যান। আর এরই ফাঁকে পরিবারের অন্যান্য সদস্যদের অগোচরে মাদ্রাসার ছাত্রী তাসকিয়া অরিন মালা তাদের বাড়ির শোয়ার ঘরে গলায় নিজের পরণের ওড়না পেঁচিয়ে সিলিং সঙ্গে আত্মহত্যা করে। পরে ওই মাদ্রাসা ছাত্রীর দাদী ওজেদা বেগম ঘটনাটি দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। তাঁর চিৎকার চেঁচামেচিতে ছাত্রীর মা লাকী বেগমসহ পরিবারের লোকজন দ্রæত ছুঁটে এসে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে রাখেন। পরে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম এক মাদ্রাসার ছাত্রীর আত্মহত্যা করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।