জাতীয় শোক দিবসে বগুড়া প্রেস ক্লাবের কর্মসূটি গ্রহন
আজ শনিবার বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
গৃহীত কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৮টায় বগুড়া জেলা প্রশাসন কার্যালয়ের বটতলায় স্থাপিত জাতিরজনকের মুর্যাালে পুষ্পমাল্য অর্পণ করে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় ক্লাবের সকল সদস্যদের উপস্থিত থাকতে বিশেষভাবে অনুলোধ জানানো হয়েছে। এছাড়া প্রেসক্লাবে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং সদস্যরা কালো ব্যাচ ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় প্রেসক্লাবের ভবন নির্মাণসহ সদস্যদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
শনিবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহসভাপতি মাসুদুর রহমান রানা, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, ক্রীড়া সম্পাদক লতিফুল করিম, পাঠাগার সম্পাদক এইচ আলিম, নির্বাহী কমিটির সদস্য আরিফ রেহমান, ফরহাদুজ্জামান শাহী, আব্দুল মোত্তালিব মানিক, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, তানসেন আলম ও আব্দুর রহিম ।